Fish Price: সামুদ্রিক মাছে কর কমেছে বাজেটে, এবার হুহু করে দাম কমবে বাঙালির প্রিয় ইলিশের?

Last Updated : কলকাতা
Fish Price: বাজেট অনুযায়ী সামুদ্রিক মাছের উপর পাঁচ শতাংশ কর কমিয়েছে কেন্দ্র। তাতেই কম দামে ভাতের থালায় ইলিশ, চিংড়ি, পোমফ্লেট, ভেটকি পাওয়ার আশায় বুক বেঁধেছে খাদ্য রসিক বাঙালি। তবে আদৌও কি দাম কমবে সামুদ্রিক মাছের! কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কেন্দ্রীয় বাজেটে সামুদ্রিক মাছের উপর পাঁচ শতাংশ কর ছাড় ঘোষণা করেছেন। এর ফলে ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের দাম কমার সম্ভাবনা দেখা দিয়েছে। হুগলি জেলার চুঁচুড়া চকবাজারের মাছের আড়তে এই খবরে খুশি পাইকারী ব্যবসায়ী থেকে ক্রেতারা। বর্তমানে ইলিশের মরসুম চলছে এবং বাজারে ইলিশের আমদানি শুরু হয়েছে। কর হ্রাসের ফলে মাছের দাম কমবে বলে আশা প্রকাশ করেছেন অনেকেই।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
Fish Price: সামুদ্রিক মাছে কর কমেছে বাজেটে, এবার হুহু করে দাম কমবে বাঙালির প্রিয় ইলিশের?
advertisement
advertisement