Fire In Kolkata Tangra: ট্যাঙরায় বিধ্বংসী আগুন, প্রচণ্ড উত্তাপের ফলে দেরিতে উৎসস্থলে দমকলকর্মীরা

Bangla Digital Desk | News18 Bangla | 11:16:24 PM IST Mar 12, 2022

ফের খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire In Tangra Leather Storage)। ট্যাংড়ার দাউ দাউ করে জ্বলছে চামড়ার গুদাম। আগুন নেভাতে গিয়ে এখনও পর্যন্ত তিনজন দমকল কর্মী আহত হয়েছেন বলে খবর। আগুন লাগার খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছিল। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দমকলের আরও পাঁচটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। ট্যাংড়ায় মেহের আলি লেনে একটি গুদামে আগুন লাগে। স্থানীয়রা সেই গুদাম থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টাও করেন। কিন্তু আগুনের তীব্রতা ছিল মারাত্মক। ফলে লাভ হয়নি। খবর যায় দমকলে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন।

লেটেস্ট ভিডিও