Recruitment Scam | Ayan Sil Sweta Chakraborty: অয়ন-শ্বেতার হোয়াটসঅ্যাপ চ্যাটে একাধিক নাম, সাংকেতিক ইমোজি! তদন্তে ইডি, রইল ভিডিও

Bangla Digital Desk | News18 Bangla | 03:46:35 PM IST Apr 20, 2023

কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে আগেই গ্রেফতার করা হয়েছে অয়ন শীলকে। এবার সেই জাল গোটাতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি‌। তাই এবার অয়ন শীল ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীকে তলব করল ইডি। নজরে অয়ন-শ্বেতার হোয়াটসঅ্যাপ চ্যাট। অয়ন-শ্বেতার হোয়াটসঅ্যাপ চ্যাটে একাধিক নাম। অয়ন বিভিন্ন সময় নামের তালিকা পাঠিয়েছেন বলে দাবি। হোয়াটসঅ্যাপ চ্যাটে বিভিন্ন সাংকেতিক ইমোজি-র ব্যবহার। কেন শ্বেতার কাছে নাম পাঠাতেন অয়ন জানতে চায় ইডি। অয়নের ফোন থেকেই তথ্য উদ্ধার করেছেন তদন্তকারীরা। বেশ কিছু আর্থিক লেনদেন নিয়েও শ্বেতাকে টেক্সট অয়নের। গাড়ি শ্বেতার সম্পত্তি কিনতেও টাকা দেন অয়ন বলে দাবি ED র।

লেটেস্ট ভিডিও