শপথে স্লোগান বিতর্ক বিধানসভাতেও, 'জয় শ্রীরাম' ধ্বনি বিজেপি বিধায়কের

Bangla Editor | News18 Bangla | 02:04:11 PM IST Jun 20, 2019

শপথগ্রহণ অনুষ্ঠানে সাংসদদের ধর্মীয় স্লোগান দিয়ে তুমুল নাটক। সেই বিতর্কের আঁচ এবার বিধানসভায়। বুধবার বিধানসভায় শপথগ্রহণের সময় জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিতর্কে জড়ান বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু। পালটা, জয় হিন্দ ধ্বনি তৃণমূলের ইদ্রিশ আলিরও।

লেটেস্ট ভিডিও