চিংড়িহাটায় ‘যান-যন্ত্রণা’-র দিন এবার শেষ ! যানজট মুক্ত হচ্ছে রাস্তা, বড় পদক্ষেপ কলকাতা পুলিশের

Last Updated : কলকাতা
Chingrighata Traffic Jam: চিংড়িঘাটায় যানজট নিয়ে চিন্তায় পুলিশ কমিশনার ৷ দীর্ঘদিন ধরেই যান চলাচলে সমস্যা হচ্ছে চিংড়িঘাটায়। এই সমস্যা নিত্যদিনের ৷ বিকল্প পথ অবলম্বন করছে এবার কলকাতা পুলিশ ৷ অলটারনেটিভ রুটও খোঁজা চলছে, যাতে করে যানজট কমানো যায় ৷ কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা বলেন,”চিংড়িহাটায় ট্র্যাফিকের সমস্যা হয় ৷ আমরা কথা বলছি কিছু স্ট্রাকচারাল চেঞ্জ করব ৷ কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ এই কাজ শেষ হওয়ার পর অনেকটাই সমস্যার সমাধান হবে।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
চিংড়িহাটায় ‘যান-যন্ত্রণা’-র দিন এবার শেষ ! যানজট মুক্ত হচ্ছে রাস্তা, বড় পদক্ষেপ কলকাতা পুলিশের
advertisement
advertisement