২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে দশম ও দ্বাদশ শ্রেণির জন্য বছরে দু'বার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের দিকে আরও একধাপ এগোল CBSE। নতুন পরীক্ষার পলিসি ড্রাফট প্রকাশ করল বোর্ড। CBSE-র ওয়েবসাইটে প্রকাশিত এই ড্রাফট সম্পর্কে ৯ মার্চের মধ্যে মতামত জানাতে পারবেন সমস্ত স্টেকহোল্ডাররা। ### **নতুন পরীক্ষার নিয়ম:** ???? **দুই সেমেস্টার:** বছরে দুটি করে পরীক্ষা—একটি ফেব্রুয়ারিতে, অপরটি মে মাসে। ???? **সেরা নম্বর বজায় রাখার সুযোগ:** পরীক্ষার্থীরা দুটি পরীক্ষার মধ্যে যে পরীক্ষায় বেশি নম্বর পাবে, সেটিই চূড়ান্ত রেজাল্টে ধরা হবে। ???? **প্রথম পরীক্ষার পর রেজাল্ট:** ডিজি লকার থেকে রেজাল্ট পাওয়া যাবে, তবে চূড়ান্ত ফলাফল দ্বিতীয় পরীক্ষার পর প্রকাশিত হবে। ???? **অপ্ট-আউট অপশন:** প্রথম পরীক্ষার ফলাফল দেখে কেউ চাইলে দ্বিতীয় পরীক্ষা না-ও দিতে পারে। ন্যাশনাল এডুকেশন পলিসি (NEP) ২০২০ অনুযায়ী, শিক্ষার্থীদের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে মূল্যায়ন করতেই এই নতুন ব্যবস্থা আনার সিদ্ধান্ত। বর্তমানে প্রস্তাবিত ড্রাফট পর্যালোচনার পর্যায়ে রয়েছে। মতামত গ্রহণের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে CBSE।
Last Updated: Feb 25, 2025, 23:47 IST


