Bratya Basu: মার্চে যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা। স্পেন থেকে বুধবার দিল্লিতে ফিরতেই গ্রেফতার হিন্দোল মজুমদার। আজ তাঁকে তোলা হয় আলিপুর আদালতে। শুনানিতে আফতাব আনসারির উদাহরণ দেন সরকারি আইনজীবী। দুবাইয়ে বসে আমেরিকান সেন্টারে হামলার ছক কষেছিল আফতাব। শুনানি সেই কথা তুলে ধরে সামনে আনেন দেশের বাইরে বসে ষড়যন্ত্রণের তত্ত্ব।
Last Updated: Aug 15, 2025, 20:56 IST


