সল্টলেকে বিপজ্জনক গাছ, ঝোড়ো হাওয়ায় গাছ পড়ে যাওয়া রুখতে তৎপর বিধাননগর পুরসভা! বার বার দেখা গিয়েছে, দমকা ঝোড়ো হাওয়া বইলেই সল্টলেকে গাছ পড়ে যায়। তাই বর্ষার আগেই তৎপর হল বিধাননগর পুরসভা। বিপজ্জনক গাছ চিহ্নিত করার নির্দেশ, কাউন্সিলরদের নির্দেশ দিল পুরসভা
Last Updated: May 31, 2025, 23:30 IST