Park Circus Firing Update: পার্কসার্কাসে নিহত রিমার মায়ের সঙ্গে কথা, ছেলেকে চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

Bangla Digital Desk | News18 Bangla | 05:51:22 PM IST Jun 11, 2022

#কলকাতা: পার্ক সার্কাসের পুলিশকর্মীর গুলিবর্ষণে নিহত রিমা সিংয়ের মায়ের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারকে দেওয়া হল ৫ লক্ষ টাকা। রিমার ভাইকে চাকরির আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, শুক্রবার দুপুরে আচমকাই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালাতে শুরু করেন ওই পুলিশকর্মী৷ সেই সময় একটি বাইকের পিছনে বসে যাচ্ছিলেন রিমা৷ পুলিশকর্মী এলোপাথারি গুলি ছুড়তে থাকায় ওই মহিলা গুলিবিদ্ধ হন৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷ তার পর নিজেকে গুলি করে আত্মঘাতী হন সেই পুলিশকর্মী।

লেটেস্ট ভিডিও