Basanti Highway : বাসন্তী হাইওয়েতে স্পিড ব্রেকারে দুর্ভোগ, সমস্যায় চালকরা, দেখুন

Bangla Digital Desk | News18 Bangla | 08:06:02 PM IST Mar 18, 2023

Basanti Highway : কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার যোগাযোগের বড় ভরসা এই  বাসন্তী হাইওয়ে। এই  বাসন্তী হাইওয়তে খ্রিস্টান পাড়া থেকে মিনাঁখা থানার দূরত্ব ১ কিলোমিটার । বেপরোয়া গতির দৌরত্ম‍্য রুখতে এই রাস্তায় ৮৬টি স্পিড ব্রেকার বসিয়েছে  হাইওয়ে ডিভিশন । এতে সমস‍্যা কমেনি বরং বেড়ে গেছে।

লেটেস্ট ভিডিও