শুরু হয়ে গিয়েছে বাংলায় ২০২১ সালের বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই মিটেছে প্রথম দফার ভোট। দোলের দিনেও রবিবার বাংলার বিভিন্ন রাজনৈতির দলের প্রার্থীরা প্রচার করলেন। রঙের সঙ্গে ভোটের প্রচার করেছেন টালিগঞ্জের তারকা বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়ও।
Last Updated: Mar 28, 2021, 20:40 IST


