বৃহস্পতিবার রাতে আচমকাই তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় ৫৫ লক্ষ টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কালীঘাট শাখায় রয়েছে কল্যাণের মূল অ্যাকাউন্ট। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কালীঘাট শাখার active account থেকে প্রায় ৫৫ লক্ষ টাকার এই বিশাল অঙ্ক ট্রান্সফার হয় তাঁরই বিধানসভা আমলের এক পুরনো ডরম্যান্ট অ্যাকাউন্টে, আর তারপর সেখান থেকেই পুরো টাকা উধাও!
Last Updated: Nov 07, 2025, 17:00 IST


