রিস্ক বন্ডে সই করেই শেষমেশ ছাড়, বৈশাখীর সঙ্গেই বাড়ি ফিরলেন শোভন! দেখুন...

Bangla Editor | News18 Bangla | 02:10:17 PM IST May 23, 2021

#কলকাতা: শনিবার দিনভর নাটকের পর অবশেষে হয়তো হাসপাতাল থেকে রাতে ছুটি পেলেন শোভন চট্টোপাধ্যায়৷ তবে ব্যক্তিগত রিস্ক বন্ডে সই করেই হাসপাতাল ছাড়তে হয়েছে শোভনকে৷ শোভনের রিস্ক বন্ডের কাগজপত্র সই করার পরই তা প্রেসিডেন্সি জেলের সুপারকে পাঠিয়ে দেওয়া হয়েছিল এসএসকেএম হাসপাতালের তরফে৷ নিয়ম মেনে এর পর জেল কর্তৃপক্ষ শোভনকে নিতে হাসপাতালে আসেন৷ সেখান থেকে তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে৷ তার পর গোলপার্কের ফ্ল্যাটে ফেরেন তিনি। প্রতি মুহূর্তেই শোভনের সঙ্গেই ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

লেটেস্ট ভিডিও