Adino Virus Death: অ্যাডিনো ভাইরাস কতটা ভয়াবহ, ফের প্রমাণ পেল বাংলা! দেখুন...

Bangla Digital Desk | News18 Bangla | 04:03:32 PM IST Feb 26, 2023

কলকাতা: অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে B C Roy Hospital এ শিশু মৃত্যু। মৃত্যু Howrah র Udaynarayanpur এর বাসিন্দার। ৯ মাসের মেয়ের জ্বর হওয়ায় ২ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভরতি করেন স্বপন রায় এবং লক্ষ্মী রায়। ১১ ফেব্রুয়ারি তাকে ছেড়ে দেওয়া হলেও জ্বর কমছিল না বলে জানান মা-বাবা। জ্বর না কমায় ১৯ ফেব্রুয়ারি ফের বিসি রায় শিশু হাসপাতালে ভরতি করা হয় শিশুকে। শনিবার রাতে মৃত্যু হয় শিশুর। মৃত্যুর কারণ হিসেবে অ্যাডিনো ভাইরাস আক্রান্ত বলে উল্লেখ ডেথ সার্টিফিকেটে। অভিযোগ, শনিবার শিশুর শারীরিক অবস্থার অবনতি হলেও বেড না থাকায় তাকে আইসিইউতে দেয়ওা যায়নি। পরিবারের অভিযোগ, সঠিক চিকিৎসা না পেয়েই শিশর মৃত্যু। যদিও এই নিয়ে কোনও মন্তব্য করেনি হাসপাতাল।

লেটেস্ট ভিডিও