গান স্যালুটে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় তাপস পাল, হাউহাউ করে কান্না, দেখুন ভিডিও

Last Updated : কলকাতা
'শেষ জয়ে যেন হয় সে বিজয়ী তোমারি কাছেতে হারিয়া৷' স্ক্রিন জুড়ে ক্যামেরার ক্লোজ আপে 'দাদার কীর্তি'র কেদার গেয়েছিলেন এই গান, আর দশকের পর দশক গুনগুনিয়ে ছিলো বাঙালি। আজ তাপস পালের শেষযাত্রায় শেষমেশ সেই বাংলা সিনেমার অনুরাগীরাই জিতিয়ে দিলেন নায়ককে৷ ভক্তদের স্বতস্ফূর্ত আবেগে, যাবতীয় বিতর্ক পেছনে ঠেলে দিনের শেষে জিতে গেলো শিল্পীর সম্মান। সালকিয়া থেকে সাঁইথিয়া, বেলুড় থেকে বরানগর বাংলা সিনেমার অনুগামীরা প্রমাণ করে দিলেন রাজনীতির মাঠে বেসামাল তাপস কে নয়৷ তাঁদের মনে চিরদিনের জন্য জেগে থাকবেন শিল্পী তাপস পাল। তাপস পালের শেষ যাত্রায় তাদের দল বেঁধে আসা আশা জিইয়ে রাখলো বাংলা সিনেমা কে ঘিরে।। এদের জন্য কেদারই পারফেক্ট । ওই যে গেয়ে উঠছে " চরন ধরিতেভদিয়োগো আমারে, নিও না নিও না সরায়ে "।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
গান স্যালুটে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় তাপস পাল, হাউহাউ করে কান্না, দেখুন ভিডিও
advertisement
advertisement