Covid 19 Vaccine: তৈরি কলকাতা পুরসভা, স্বাস্থ্য দফতরের সায় পেলে বুধবার থেকেই ১২-১৪ বছর বয়সীদের টিকা

Bangla Digital Desk | News18 Bangla | 09:35:34 PM IST Mar 15, 2022

 ছোটদের টিকাকরণের প্রক্রিয়া শুরু করতে তৈরি কলকাতা পুরসভা। পুরসভার হাতে ইতিমধ্যে ১২-১৪ বছর বয়সীদের শরীরে করোনা টিকা হিসাবে ছাড়পত্র পাওয়া কোরবিভ্যাক্স এসে পৌঁছেছে। এখন কেবল মাত্র রাজ্য সরকারের ছাড়পত্র পাওয়ার অপেক্ষা। পেলেই নির্দিষ্ট টিকাকরণ কেন্দ্র থেকে এই টিকা দেওয়া হবে। মঙ্গলবার কলকাতা পুরসভায় এসে পৌঁছয় কোরবিভ্যাক্স টিকা। পুরসভার স্টোরে ৮৮ হাজার কোরবিভ্যাক্স এসেছে বলে জানিয়েছে পুরসভা। ইতিমধ্যে এই টিকা নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের বৈঠক চলছে। বৈঠক থেকে সবুজ সংকেত এলেই আগামীকাল, অর্থাৎ বুধবার থেকে ১২ থেকে ১৪ বছরের বয়সীদের জন্য এই ভ্যাকসিন দিতে তৈরি কলকাতা পুরসভা।

লেটেস্ট ভিডিও