মেধাবী ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল মায়ের। কিন্তু, অকালেই সব শেষ। স্কুলে চুরির অভিযোগ তুলে সবার সামনে তল্লাশি মেনে নিতে পারেনি বারো বছরের পড়ুয়া। টরন্টোয় আত্মঘাতী ছাত্রের মা বিচার চান। তাঁর প্রশ্ন, কেন এ ভাবে একটা জীবন অকালে শেষ হয়ে গেল?
Last Updated: Jul 12, 2019, 21:07 IST


