পাকিস্তান তাদের কৌশলে অনড় ! বাতিল থর এক্সপ্রেস, ভারতীয় চ্যানেলেও নিষেধাজ্ঞা

Bangla Editor | News18 Bangla | 02:41:04 PM IST Aug 10, 2019

৩৭০ ধারা বাতিলে জম্মু-কাশ্মীর উন্নয়নের পথে হাঁটলে উপত্যকায় আর সন্ত্রাস পাচার করা যাবে না। তাই চিন্তায় পড়ে গিয়েছে পাকিস্তান। ইসলামাবাদকে এবার কড়া জবাব নয়াদিল্লির। পাকিস্তান অবশ্য ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কৌশলে অনড়। সমঝোতা এক্সপ্রেসের পর বাতিল করল থর এক্সপ্রেস এবং দিল্লি-লাহোর বাস পরিষেবা। চিনেরও দ্বারস্থ হয়েছে ইসলামাবাদ। যদিও বেজিংকে পাশে পায়নি। তারা জানিয়েছে ভারত-পাকিস্তান আলোচনার মাধ্যমেই কাশ্মীর সমস্যার সমাধান করুক।

লেটেস্ট ভিডিও