Ukraine War Crisis: খারকিভের বাঙ্কারে চরম দুরাবস্থা, সারাদিনের পর মিলছে সামান্য খাবার

Bangla Digital Desk | News18 Bangla | 12:22:59 AM IST Mar 02, 2022

যুদ্ধের করুণ ছবি। ছবির মতো সুন্দর দেশ ইউক্রেন এখন যেন এলোমেলো, লন্ডভন্ড। ইউক্রেনের খারকিভের বাঙ্কারে আশ্রয় নিয়েছেন অনেকে। রাশিয়ার মিসাইল ও বোমার আঘাত থেকে বাঁচতে অনেকেই লুকিয়ে রয়েছেন বাঙ্কারে। কিন্তু সেখানে  চরম দুরাবস্থা। খাবার, জল সবই রয়েছে সামান্য পরিমানে। সারাদিনের পর মিলেছে সামান্য খাবার! News18 Bangla-এ অভিজ্ঞতার কথা জানালেন পড়ুয়া। কিন্তু কতদিন আর এভাবে কাটবে! জানেন না কেউ।

লেটেস্ট ভিডিও