দুবাই এয়ার শো চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান তেজস৷ দুর্ঘটনায় মৃত্যু হল যুদ্ধবিমানের পাইলট নমনশ সিয়ালের৷ বিমানটি ভেঙে পড়ার মুহূর্তটি অনেকে মোবাইলে ক্যামেরাবন্দিও করেছেন৷ ভেঙে পড়ার পরই যুদ্ববিমানটিতে আগুন ধরে যায়৷ যদিও যুদ্ধবিমানটির চালকের কী অবস্থা তা এখনও জানা যায়নি৷ যুদ্ধবিমানটি ভেঙে পড়ার সময় প্যারাশুটে পাইলটকে বেরিয়ে আসতেও দেখেননি কেউ৷ ফলে যুদ্ধবিমানের চালকের অবস্থা নিয়ে আশঙ্কা বাড়ছে৷ ভিডিওতে দেখা গিয়েছে, এয়ার শো-তে কসরত দেখানোর সময়ই বিমানটি ভেঙে পড়ে৷
Last Updated: November 21, 2025, 21:12 IST