আশংকা ক্রমশ বাস্তব রূপ নিতে চলেছে আমেরিকায়। দেশে আর্থিক দূরবস্থার দরজায় দাঁড়িয়ে রয়েছে ট্রাম্পের আমেরিকা। একের পর এক সিদ্ধান্ত ও হাল ফেরাতে ব্যর্থ হচ্ছে ট্রাম্পের কোষাগারকে। ক্রমশ অর্থনৈতিক অন্ধকারের ভেতরে ঢুকে পরছে যুক্তরাষ্ট্র সাম্রাজ্য়। কর্মী ছাটাই থেকে শুরু করে বিভিন্ন দেশের উন্নয়নে আমেরিকার টাকা বন্ধ করেছেন ট্রাম্প কিন্তু তাতেও হাল ফিরছেনা আমেরিকার। এবার ধসের কবলে ওয়াল স্ট্রিট। আশহ্কা বাড়ছে আমেরিকায় থাকা ভারতীয়দের।
Last Updated: March 11, 2025, 19:47 IST