Howrah Tourism- শীতের মুখে নতুন সাজে সেজে উঠেছে হাওড়ার গড়চুমুক পর্যটন কেন্দ্র

Bangla Digital Desk | News18 Bangla | 05:14:29 PM IST Dec 22, 2021

#হাওড়া- শীতের মুখে সেজে উঠেছে হাওড়ার শ্যামপুরের গড়চুমুক। হরিণ, কুমির তো আছেই, এবার বাঘের গর্জনও শোনা যাবে, তারই চলছে প্রস্তুতি।এই শীতে নতুন ভাবে সেজে উঠছে গড়চুমুকের পর্যটন কেন্দ্র। বন দফতর এবং হাওড়া জেলা পরিষদ যৌথ ভাবে গড়চুমুকে ‘মিনি’ চিড়িয়াখানা চালায়। সেখানে হরিণ, কুমির, সজারু এবং অসংখ্য পাখি আছে। ‘মিনি’ চিড়িয়াখানাকে এখন উন্নীত করা হচ্ছে ‘স্মল’ চিড়িয়াখানায়। সব ঠিকঠাক থাকলে, আগামী বছরেই বাঘ আনা হবে বলে জানা গিয়েছে জেলা পরিষদ সূত্রে।

লেটেস্ট ভিডিও