Howrah News: পুরভোটের দিন ঘোষণার আগেই হাওড়ায় এল ইলেকট্রনিক ভোটিং মেশিন

Bangla Digital Desk | News18 Bangla | 08:05:36 PM IST Nov 19, 2021

পুরভোটের দিন ঘোষনার আগেই, হাওড়ায় এলো ই ভি এম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন। হাওড়ার ডুমুরজলায় স্ট্রংরূমে যথাযথ নিরাপত্তা ব্যাবস্থায় রাখা হলো ই ভি এমগুলি। আরপিএফ এর তৎপরতায় হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করা হলো। ওই ব্যক্তির ব্যাগ পরীক্ষা করে বিপুল পরিমাণ রুপো উদ্ধার হয়। এর আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষেরও অধিক ।

লেটেস্ট ভিডিও