সচিন-ধোনি ইডেনে এলে কী খান, ময়দানের ক্যান্টিনের পালে হাওয়া বদল ইস্টবেঙ্গলের, স্বাদ-আস্বাদের না জানা কাহিনি

Bangla Editor | News18 Bangla | 01:08:48 PM IST Dec 28, 2018

#কলকাতা :  ময়দানি কালচারের কথা উঠলেই যেমন খেলাধুলোর কথা ওঠে, ঠিক তেমনিই আরও একটা জিনিস তার সঙ্গে যুক্ত সেটা হল খাওয়াদাওয়া ৷ ময়দানের বিভিন্ন ক্লাব তাঁবুতে ক্যান্টিন কালচারটা দারুণ ৷ সুস্বাদু খাবারের রেসিপিতে সাধারণরাই নয় মাতোয়ারা হন তারকারাও ৷ সচিন তেন্ডুলকর থেকে মহেন্দ্র সিং ধোনি সকলেই দারুণ ভক্ত ইডেন গার্ডেন্সের ক্যান্টিনের ৷ আর ইস্টবেঙ্গলের ক্যাফেটেরিয়া একেবারেই অন্যধরণের ময়দানে যেন কর্পোরেট হাওয়া ৷

আরও দেখুন- শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাব ক্যান্টিনের অন্দরে উঁকি, চুনী-সৌরভের অজানা গল্প ,সঙ্গে সিক্রেট রেসিপি  

লেটেস্ট ভিডিও