জাতে মেটাল, তালে ঠিক। এরপর শোলার স্বর্গ। আর এবার ? কী হচ্ছে দক্ষিণের অন্যতম আভিজাত্য বালিগঞ্জ কালচারালের থিম ? পরিচালক সুজয় ঘোষের কহানি দেখলেই মনে পড়ে যায় এই পুজোকে। মনে পড়ে যায় টানটান ক্লাইম্যাক্সে লাল পার শাড়িতে বিদ্যা বাগচিকে। উনসত্তরতম বছরেও বালিগঞ্জ কালচালারালের ইউএসপি আভিজ্যাতের সঙ্গে স্বকীয়তা।