Zubeen Garg Death: অবশেষে সিঙ্গাপুর থেকে জুবিনের নিথর দেহ অসমে এসে পৌঁছেছে। আর প্রিয় গায়ককে শেষবারের মতো চোখের দেখা দেখতে গুয়াহাটির রাস্তায় মানুষের ঢল। চোখের জলে তাঁকে শেষ বিদায় জানাচ্ছেন ভক্তরা।