সেই ফাটাফাটি গান যা বদলে দিয়েছিল মাধুরী দীক্ষিতের ভাগ্য!১-২-৩...আজও সমান জনপ্রিয়,শুনুন

১৯৮৮ সাল। একটি ছবি মুক্তি পায় এবং রাতারাতি হিট হয়। এর ব্লকবাস্টার ট্র্যাকটি এই ছবির সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে প্রমাণিত হয়। হ্যাঁ, "তেজাব" ছবির "এক দো তিন" গানটির কথা বলা হচ্ছে, যেখানে মাধুরী দীক্ষিত সবার মন জয় করে নেন। জাভেদ আখতার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে এই গানটি লিখেছিলেন। লক্ষ্মীকান্ত-পেয়ারেলাল জুটি এটি সুর করেছিলেন এবং ডান্স মাস্টার সরোজ খানের করিওগ্রাফিতে মাধুরী একটি সুন্দর পরিবেশনা করেছিলেন৷ এই গানটি চিরতরে অমর হয়ে গিয়েছিল। মাধুরীর অভিনয়ে মানুষ মুগ্ধ হয়েছিল। যখন "এক দো তিন" হিট হয়েছিল, তখন মাধুরী দেশে ছিলেন না, তাঁর পরিবারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন। বিমানবন্দরে ফিরে আসার সঙ্গে সঙ্গেই সকলে "মোহিনী মোহিনী" বলে চিৎকার করতে শুরু করে। মাধুরী একটি থিয়েটারে যাওয়ার এবং জনতার প্রতিক্রিয়া দেখার সিদ্ধান্ত নেন। তাই, মাধুরী বোরখা পরে মুম্বইয়ের একটি থিয়েটারে যান যাতে কেউ তাঁকে চিনতে না পারে। তিনি প্রথম সারিতে বসেছিলেন। এই গানটি শোনার সঙ্গে সঙ্গেই থিয়েটার উত্তেজনায় ফেটে পড়ে। এমনকি লোকেরা টাকা ছুঁড়তে শুরু করে।

Last Updated: October 29, 2025, 17:09 IST
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/বিনোদন/
Ek Do Teen Video Song: সেই ফাটাফাটি গান যা বদলে দিয়েছিল মাধুরী দীক্ষিতের ভাগ্য! এক-দো-তিন...আজও সমান জনপ্রিয়, শুনুন
advertisement
advertisement