৭৫ তম স্বাধীনতা দিবসের আগে দেশের সকল 'মা'-এর জন্য বিশেষ উপহার

Bangla Digital Desk | News18 Bangla | 11:47:31 PM IST Aug 14, 2022

#কলকাতা: ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস। এবারের স্বাধীনতা দিবসে টিম 'এসো বন্ধু' সকলকে উপহার দিল 'বন্দেমাতরম- তুমি মা'। এই গানটি গেয়েছেন গৌরব সরকার, কিঞ্জল চট্টোপাধ্যায়, অরিত্র দাশগুপ্ত, অর্কদীপ মিশ্র, অভ্রতনু ঘোষ, গুরুজিৎ সিং, তন্ময় বিশ্বাস, আরফিন রানা, রক্তিম চৌধুরী, সমদীপ্তা মুখোপাধ্যায়, চন্দ্ৰীকা ভট্টাচার্য, জ্যোতি শর্মা, ঋষিতা সাহা, সোনালী বন্দ্যোপাধ্যায় এবং সোমদত্ত দাসের মতো সঙ্গীতশিল্পীরা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোময় ভট্টাচার্য, রূপঙ্কর বাগচি, সিধু থেকে আরও অনেকে। মিউজিক লঞ্চের দিনে বন্ধুত্বের বার্তা দিলেন একঝাঁক সঙ্গীত শিল্পী।

https://www.youtube.com/watch?v=d0W_AvtR6sY

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের আগে নৌবাহিনীর সঙ্গে রুটি বানালেন, ভুলভুলাইয়া২-এর গানে পা মেলালেন কার্তিক

আরও পড়ুন: ৭৫তম স্বাধীনতা দিবসে নবরূপে দেব! প্রকাশ্যে আসছে ‘বাঘা যতীন’-এর প্রথম লুক

গৌরব সরকার জানালেন, "এই বছর স্বাধীনতার ৭৫ তম বছর। আমরা এই স্বাধীনতা দিবসে নতুন কিছু তৈরি করতে চেয়েছিলাম এবং এভাবেই গানটির কথা মাথায় আসে। আমরা আমাদের গানে 'বন্দেমাতরম'-র একই সারমর্ম রাখার চেষ্টা করেছি। একই সঙ্গে আমরা আমাদের মায়েদের দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করেছি। মূল গান 'বন্দেমাতরম' আমাদের মাতৃভূমির প্রতিনিধিত্ব করছে এবং আমাদের রচনা 'তুমি মা' আমাদের রক্তমাংসের মায়েদের প্রতিনিধিত্ব করছে। আমরা আমাদের গানে উভয়কে মিশ্রিত করার চেষ্টা করেছি। গানটিতে একটি র‍্যাপও রয়েছে যা, একইভাবে উভয় মাকে উপস্থাপন করে।"

লেটেস্ট ভিডিও