২ নভেম্বর, আজ. রোম্যান্সের কিং শাহরুখ খানের জন্মদিন। তিনি ৬০ বছরে পা দিলেন৷ শাহরুখ তাঁর ক্যারিয়ারে অসংখ্য রোমান্টিক হিট গান উপহার দিয়েছেন। তিনি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায় এবং দিল সে-এর মতো দুর্দান্ত ছবিতে কাজ করেছেন। ১৯৯৮ সালে শাহরুখের "দিল সে" ছবির একটি গান সুপারহিট হয়েছিল। এতে তিনি এক গ্লাস ওয়াইন নিয়ে নয়, এক কাপ চা নিয়ে নাচেন। ট্রেনে শুট করা এই গানটি এখনও প্রতিটি ডিস্কোর প্রধান গান হয়ে থাকে। ডিজে বাজানোর সঙ্গে সঙ্গে মানুষের পা আপনাআপনি নাচতে শুরু করে। শাহরুখের জন্মদিনে ফরে দেখা তাঁর হিট গান!
Last Updated: November 02, 2025, 09:43 IST