আরিয়ান বললেন, ‘আমি খুবই নার্ভাস আজ, প্রথমবার স্টেজে আপনাদের সামনে আমি। যদি আমার কোনও ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করবেন। … বাবা আছে সঙ্গে, তারপরেও যদি আমি ভুল করি, তাহলে মাফ করবেন, কারণ এটা আমার প্রথমবার’।