রবিবার সাধারণতন্ত্র দিবস। তার আগে প্রথা মেনে শনিবার এ বছরের পদ্মসম্মান প্রাপকদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পদ্মশ্রী ছাড়াও পদ্মবিভূষণ এবং পদ্মভূষণ সম্মানপ্রাপকদের তালিকাও প্রকাশ করেছে কেন্দ্র। এ বছর মোট ১৩৯ জনকে পদ্মসম্মান দেওয়া হচ্ছে, যার মধ্যে পদ্মবিভূষণ পাচ্ছেন ৭ জন। ১৯ জন পাচ্ছেন পদ্মভূষণ সম্মান। পদ্মশ্রী দেওয়া হচ্ছে ১১৩ জনকে। পদ্মশ্রী পাচ্ছেন বাঙালি গায়ক অরিজিৎ সিং, পদ্মশ্রী সম্মান মমতা শঙ্করকে। পদ্মশ্রী প্রাপকদের তালিকায় রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন, পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ। পদ্মশ্রী পাচ্ছেন ৫৭ বছর বয়সি ঢাকি গোকুলচন্দ্র দে। মরণোত্তোর পদ্মবিভূষণ পাচ্ছেন সঙ্গীতশিল্পী সারদা সিংহ, লেখক এমটি বাসুদেবন নায়ের এবং গাড়ি প্রস্তুতকারক কোম্পানি সুজুকির প্রাক্তন কর্তা ওসামু সুজুকি। এ বছর পদ্মভূষণ পাচ্ছেন ভারতের হকি দলের প্রাক্তন গোলরক্ষক পিআর শ্রীজেশ। এ ছাড়াও মরণোত্তর পদ্মভূষণ সম্মান পাচ্ছেন সঙ্গীত শিল্পী পঙ্কজ উদাস এবং রাজনীতিবিদ সুশীল মোদি
Last Updated: January 25, 2025, 22:29 IST