এই প্রথম দেখালেন মেয়ের মুখ! কাঞ্চন-শ্রীময়ীর কন্যা কৃষভির মুখেভাত ইসকনে

Last Updated : বিনোদন
Kanchan-Sreemoyee:আগেই ঠিক ছিল যে মুখেভাতের দিনে মেয়ের মুখ সবার সামনে আনবেন কাঞ্চন-শ্রীময়ী। সেই অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিন, অর্থাৎ বুধবার, ইসকন মন্দিরে মেয়ের মুখে প্রসাদ দিয়ে সবার সামনে কাঞ্চন-শ্রীময়ী তাঁদের কন্যা কৃষভি মল্লিককে পরিচয় করিয়ে দিলেন। লাল বেনারসী পড়া একরত্তির মুখ দেখে সোশ্যাল মিডিয়ায় বেশ খুশি প্রতিক্রিয়া এসেছে। গত নভেম্বরে মা-বাবা হওয়ার পর থেকেই সবাই কৃষভিকে দেখার জন্য উদগ্রীব ছিলেন। অন্নপ্রাশনের পরই তবেই তাঁদের মেয়ের মুখ সকলের সামনে আনা হলো। এই দিনই কলকাতার ইসকন মন্দিরে প্রধান ভোগ খেয়ে কৃষভির মুখেভাত অনুষ্ঠিত হয়। যদিও বাড়িতে সকালবেলা গায়ে হলুদ, নান্দীমুখ হয়েছিল, কিন্তু কাঞ্চন-শ্রীময়ী পরিবারের এখানে মুখেভাতের নিয়ম নেই। তাই তারা ইসকন মন্দিরেই মেয়ের অন্নপ্রাশনের আয়োজন করেন। ছোট্ট কৃষভি ছিল একদম টুকটুকে লাল বেনারসী জামায়, মাথায় মুকুট এবং লাল চেলি পরা। সোনার গয়নায় সজ্জিত হয়ে সে বেশ মিষ্টি লাগছিল। মা শ্রীময়ীও লাল বেনারসী পরে মেয়ের সঙ্গে টিউনিং করেছেন, আর বাবা কাঞ্চন পরেছেন সাদা ও লাল কারুকার্য করা পাঞ্জাবি।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/বিনোদন/
এই প্রথম দেখালেন মেয়ের মুখ! কাঞ্চন-শ্রীময়ীর কন্যা কৃষভির মুখেভাত ইসকনে
advertisement
advertisement