Iconic Sholay Bike: ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে...’। বন্ধুত্বের সেই তার ছিঁড়েছে সদ্য। রিল এবং রিয়ালের জীবন ছেড়ে ধর্মেন্দ্র পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। কিন্তু অমর হয়ে আজও থেকে গিয়েছে বন্দুত্বের স্মৃতি। ১৯৪২ সালে বার্মিংহাম স্মল আর্মস কোম্পানির তৈরি এই BSA WM20 মোটরবাইকটি অবশেষে বেঙ্গালুরুতে একটি বাড়ি খুঁজে পেয়েছে, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার এল. কে. আতিকের মাধ্যমে।
Last Updated: December 06, 2025, 19:22 IST