বলিউডেও তিনি যতদিন থেকেছেন নানা গরমাগরম গসিপ দিয়েছেন, অভিনয় ছাড়ার পরেও যতবার শিরোনামে এসেছেম কোনও না কোনও কেলেঙ্কারির কারণেই এসেছেন৷ এবারের মহাকুম্ভে হঠাৎই শিরোনামে চলে আসেন বলিউডের গসিপ কুইন মমতা কুলকার্নি৷ দিন সাতেকের মধ্যেই তিনি আর কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর নন। মাত্র ৭ দিনের মধ্যে মহামণ্ডলেশ্বরের মুকুট ছিনিয়ে নিয়েছে কিন্নর আখড়া। কিন্নর আখড়ার প্রতিষ্ঠাতা ঋষি অজয়দাস মমতা কুলকার্নিকে মহামণ্ডলেশ্বরের পদ থেকে সরিয়ে দিয়েছেন। আখড়ার সদস্যদের মধ্যে গণ্ডগোল তৈরি হয়। মমতা কুলকার্নির পুরনো ইতিহাসের কারণে কিন্নর আখড়ার একটি বড় অংশ অস্বস্তি বোধ করছিল। এই কারণেই আজ কিন্নর আখড়ার প্রতিষ্ঠাতা মমতা কুলকার্নির পাশাপাশি আচার্য মহামণ্ডলেশ্বর লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীকেও সেখান থেকে বার করে দিলেন। আচার্য মহামণ্ডলেশ্বর লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠি ২০১৫-১৬ উজ্জয়িনী কুম্ভে মহামণ্ডলেশ্বর হয়েছিলেন। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷
Last Updated: January 31, 2025, 20:17 IST