Bidisha Dey Death Case: 'বিদিশার আয় ছিল না, প্রচুর ধার ছিল', পুলিশের কাছে দাবি মৃতার বন্ধু অনুভবের

Bangla Digital Desk | News18 Bangla | 11:49:23 PM IST May 27, 2022

দমদমের নাগেরবাজারে রামগড় কলোনির বাড়িতে বুধবার রাতে মডেল-অভিনত্রী বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পাওয়া গিয়েছে সুইসাইড নোটও। কিন্তু তাতে কাউকে দায়ী করা হয়নি। কিন্তু পরিবার, বন্ধুবান্ধবের সূত্রে বিভিন্ন তথ্যের কারণে আরও ঘনীভূত হচ্ছে রহস্য। চলছে পুলিশের তদন্ত। ২১ বছরের বিদিশার 'ভালবাসার মানুষ' অনুভব বেরার দিকে আগেই আঙুল তুলেছিলেন প্রয়াত মডেলের বন্ধুরা। সেই অনুভবকে এ বার জেরা করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করে বিদিশার আর্থিক পরিস্থিতির বিষয়টিও উঠে এসেছে। অনুভবের দাবি, বিদিশা আর্থিক টানাপড়েনে ভুগছিলেন। তাঁর জীবনযাপন এবং আর্থিক অবস্থার মধ্যে সামঞ্জস্য ছিল না। বাজারে নানা জায়গায় ধারদেনা হয়ে গিয়েছিল। এ দিক রোজগার হচ্ছিল না। প্রয়োজন মতো কাজ পাচ্ছিলেন না মডেল। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার অডিশন দিয়েও ব্যর্থ হন তিনি।

লেটেস্ট ভিডিও