Susmita Chatterjee!। Srijit Mukherji সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা যতটা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, তাঁর ব্যক্তিগত জীবনও কম চর্চিত নয়। নায়িকাদের সঙ্গে প্রেম কিংবা সম্পর্কের গুঞ্জন, বরাবরই তাঁর জীবনের অংশ। এবার নতুন করে টলিপাড়ায় শোরগোল — অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সৃজিতের ঘনিষ্ঠতা নিয়ে। সৃজিত মুখোপাধ্যায় ও সুস্মিতা চট্টোপাধ্যায়—কনসার্টে জুটি হাজির, সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি ভালোবাসার ইঙ্গিত? মাঝেমধ্যেই তাঁদের একসঙ্গে দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে। শনিবার শঙ্কর মহাদেবন ও হরিহরণের কনসার্টেও জুটি হিসেবে হাজির হলেন দু’জন। শুধু উপস্থিতিই নয়, এবার আর লুকোছাপা নয়—সরাসরি সমাজমাধ্যমে কনসার্টের কিছু মুহূর্ত শেয়ার করলেন সৃজিত। সেই পোস্টে সুস্মিতাকে ট্যাগও করেছেন তিনি। এমনকি, সুস্মিতার কয়েকটি ছবি তুলে পোস্ট করেছেন নিজেই। তাহলে কি গানের সুরেই আরও কাছাকাছি এলেন সৃজিত ও সুস্মিতা? টলিপাড়ায় জল্পনা তুঙ্গে।
Last Updated: Aug 11, 2025, 12:19 IST


