WBJEE 2022: প্রকাশিত হল রাজ্য জয়েন্টের ফলাফল! মেধাতালিকায় সেরা কারা? কোন জেলা শীর্ষে? জানুন

Bangla Digital Desk | News18 Bangla | 04:59:38 PM IST Jun 17, 2022

#কলকাতা: প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। এবার জয়েন্টে পাশের হার ৯৮.৫ শতাংশ। উল্লেখ্য, এই বছর রাজ্য জয়েন্টের মেধাতালিকার প্রথম পাঁচে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কোনও পড়ুয়াই নেই। প্রথম দশে দু'জন আছেন পশ্চিমবঙ্গ বোর্ডের। অন্যদিকে দুর্দান্ত ফল সিবিএসই-র। ছয়জন সিবিএসইয়ের পড়ুয়া জায়গা করে নিয়েছেন এই তালিকায়। বাকি আইএসসি পরীক্ষা দিয়েছিলেন।

লেটেস্ট ভিডিও