SSC Recruitment News 2025: ২০২৫ সালে প্রণীত স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ বিধিকে কার্যত বহাল রাখল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। এই রায়ে স্পষ্ট করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগে বয়সসীমা হবে সর্বোচ্চ ৪০ বছর। ব্যতিক্রম হিসেবে যাঁরা পূর্বে চাকরি হারিয়েছেন, তাঁরা বয়সে ছাড় পাবেন।
বিধি অনুযায়ী, প্রার্থীদের অতীত টিচিং এক্সপেরিয়েন্সকে গুরুত্ব দেওয়া হবে—মোট নম্বরের ১০ শতাংশ পর্যন্ত অ্যাডভান্টেজ মিলবে এই অভিজ্ঞতার ভিত্তিতে।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বা যাঁরা আইনত 'দাগি' হিসেবে চিহ্নিত—তাঁরা আর পরীক্ষায় বসার অনুমতি পাবেন না। নৈতিকতার প্রশ্নে কমিশনের কড়া অবস্থানকে সমর্থন জানিয়েছে আদালত।
এই রায় শুধু নিয়োগপ্রার্থীদের ভবিষ্যতের দিশা ঠিক করে দিল না, বরং বিগত নিয়োগ দুর্নীতি কাণ্ডের পর শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ফেরানোর পথে এক বড় পদক্ষেপ বলেই মনে করছেন অনেকেই।