SSC Recruitment: একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার জন্য ১২,৫১৪ টি শূন্যপদ পাঠায় স্কুল শিক্ষা দফতর এসএসসিকে। চাকরিহারাদের পুরনো চাকরিতে ফেরানোর জেরে সেই শূন্যপদ কমছে আরও প্রায় ৫০টি। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারাদের শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। একাদশ - দ্বাদশ স্তরে আগে যারা শিক্ষক ছিলেন তা-ও এসএসসি দিয়েছিলেন, সেই চাকরিহারাদের পুরনো চাকরিতে ফেরানো হয়েছে। তার জেরে শূন্যপদের সংখ্যা কমেছে একাদশ-দ্বাদশে। ঘোষিত শূন্যপদের থেকে আরও ৫০টি শূন্যপদ কমছে।
Last Updated: November 15, 2025, 20:42 IST