Madhyamik 2025 First Boy: মাধ্যমিকে প্রথম হয়েছে শুনেই কী অবস্থা হয়েছিল আদৃতের? দেখুন

Last Updated : শিক্ষা
Madhyamik 2025 First Boy: মাধ্যমিকে রাজ্যের সেরা রায়গঞ্জের আদৃত, পেল ৬৯৬ নম্বর। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান দখল করেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র আদৃত সরকার। পরীক্ষায় দারুণ রেজাল্ট করায় খুশি পরিবার ও স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। আদৃত ভবিষ্যতে মেডিক্যাল নিয়ে পড়াশোনা করে ডাক্তার হতে চায়। মাধ্যমিকের জন্য দিনে প্রায় ১০-১২ ঘণ্টা পড়াশোনা করত বলে জানিয়েছে সে। রেজাল্ট ভাল হবে আশা করলেও এতটা ভাল হবে আশা করেনি আদৃত। রেজাল্ট শুনেই কেঁদে ফেলেছিল সে।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/শিক্ষা/
Madhyamik 2025 First Boy: মাধ্যমিকে প্রথম হয়েছে শুনেই কী অবস্থা হয়েছিল আদৃতের? দেখুন
advertisement
advertisement