সবজি নয় বরং চা চাষ করে ব্যাপক লাভবান কালচিনি মেন্দাবাড়ি এলাকার কৃষকেরা। অনুর্বর জমিতে সবজি চাষের প্রচুর চেষ্টা করলেও লাভ মেলেনি তাই পরীক্ষামূলকভাবে চা গাছ রোপন করেন রাজু তুড়ি নামের এক কৃষক।