Money Making Tips: পারিবারিক কারণে ছেড়েছেন ভাল অংকের বেতনের চাকরি। তবে বাড়িতে এসে তিনি বসে থাকেনি। সামান্য পুঁজিতেই শুরু করেছেন এই ব্যবসা। নিজেই মালিক, আবার নিজেই কর্মী। নিজের বাড়িতে বিভিন্ন কাজের পাশাপাশি তিনি করেন এই ব্যবসা। মাত্র ২৫ হাজার টাকা দিয়ে শুরু তার ব্যবসা, কয়েক মাসে প্রতি মাসে মিলছে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা।
Last Updated: Oct 15, 2025, 15:17 IST


