হাড় কাঁপানো ঠান্ডার আগে মালদহে শীতবস্ত্রের পসরা নিয়ে হাজির তিব্বতিরা। শীতের মরশুমে পাহাড়ি এলাকায় ঘুরতে ভালবাসেন অনেকে। তবে সেই জায়গায় ঘোরার ক্ষেত্রে প্রয়োজন ঠান্ডা নিয়ন্ত্রণের জন্য বিশেষ শীতবস্ত্রের। তাই এবার শীতের মুখে জেলাবাসীকে পাহাড়ি এলাকার উন্নত মানের শীতবস্ত্রের জোগান দিতে মালদহ শহরে বসল হিমালয়ান তিব্বতি উলেন মার্কেট।
Last Updated: Nov 10, 2025, 18:54 IST


