Rupee at Record Low: ডলার পিছু টাকার দাম ছুঁল ৮০ টাকা! নিম্নগতি নতুন করে তৈরি করল রেকর্ড

Bangla Digital Desk | News18 Bangla | 01:56:33 PM IST Jul 19, 2022

#নয়াদিল্লি: ফের দাম পড়ল টাকার। এ বার পতনের নিরিখে রেকর্ড করে ফেলল ভারতীয় টাকা। ডলারের নিরিখে টাকার দাম পড়ল অনেকটাই। মঙ্গলবার বাজার শুরুর পর আন্তর্জাতিক বাজারে ডলারের নিরিখে টাকার দাম দাঁড়িয়েছে ৮০ টাকা। যা এককথায় রেকর্ড। সোমবার বাজার যখন বন্ধ হয়েছিল, তখন ডলার পিছু টাকার দাম ছিল ৭৯.৯৭ টাকা আর মঙ্গলবার বাজার যখন খুলল তখন ডলার পিছু টাকার দাম দাঁড়ায় ৭৯.৯৭ টাকা, তার কয়েক মুহূর্ত পরেই টাকার দাম ছুঁয়ে ফেলে ৮০.১৭৫ টাকা। নানা কারণে টানা ঘাটতি, বিভিন্ন বিদেশি বিনিয়োগকারীর পুঁজি তুলে নেওয়া ও আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির ফলেই এই ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে। এই বছরে কম করে ৭ শতাংশ পতন হয়েছে টাকার দামের, এই বছরে।

লেটেস্ট ভিডিও