Petrol-Gold Price: আজ কত পেট্রোল-ডিজেলের দাম? কততেই বা মিলবে সোনা-রুপোর? দেখে নিন বিস্তারিত

Bangla Digital Desk | News18 Bangla | 05:32:46 PM IST Feb 16, 2023

বিশ্বের বাজারে যদিও কোনও পরিবর্তন ঘটেনি অশোধিত তেলের দামে৷ তবে, আজ দেশের বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম৷ চার মহানগরীতে আজও তেলের দামে কোনও পরিবর্তন দেখা যায়নি৷  অন‍্যদিকে, বড় অঙ্কের পতন হল সোনা-রুপোর দামে৷  এবং আজ ডলার প্রতি টাকার মূল্য যাচ্ছে ৮২.৬৪ টাকা। গত কয়েক মাস ধরে আশির ঘরেই ঘোরাফেরা করছে ডলার প্রতি টাকার মূল্য।

লেটেস্ট ভিডিও