Business Idea: যেখানে একের পর এক শিক্ষিত যুবক চাকরির আশায় দিন গুনছেন, সেখানে অন্যরকম এক দৃষ্টান্ত স্থাপন করেছেন এক যুবক। বাড়ির সামান্য পরিসরে বুদ্ধি খাটিয়ে করেছেন এই কাজ। যার থেকে প্রতি বছর মিলছে কয়েক লক্ষ টাকা। গ্রামীন এলাকায় উদ্যোগী এই যুবকের ভাবনা অবাক করেছে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত ঝিলিঙ্গা গ্রামের রাম বেরা। সরকারি বা বেসরকারি চাকরির পেছনে না ছুটে, গ্রাম্য পরিবেশে দেশি মুরগি চাষ করে তিনি গড়ে তুলেছেন আয়ের এক নতুন মডেল, যা এখন আশার আলো দেখাচ্ছে এলাকার বহু যুবককে।
Business Idea: যেখানে একের পর এক শিক্ষিত যুবক চাকরির আশায় দিন গুনছেন, সেখানে অন্যরকম এক দৃষ্টান্ত স্থাপন করেছেন এক যুবক। বাড়ির সামান্য পরিসরে বুদ্ধি খাটিয়ে করেছেন এই কাজ। যার থেকে প্রতি বছর মিলছে কয়েক লক্ষ টাকা। গ্রামীন এলাকায় উদ্যোগী এই যুবকের ভাবনা অবাক করেছে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত ঝিলিঙ্গা গ্রামের রাম বেরা। সরকারি বা বেসরকারি চাকরির পেছনে না ছুটে, গ্রাম্য পরিবেশে দেশি মুরগি চাষ করে তিনি গড়ে তুলেছেন আয়ের এক নতুন মডেল, যা এখন আশার আলো দেখাচ্ছে এলাকার বহু যুবককে।