মাধব দাস, বীরভূম : 'চিনতে নাকি সোনার ছেলে/ক্ষুদিরামকে চিনতে?রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে?' 'ফাঁসির মঞ্চে জীবনের জয়গান' গেয়ে দেশকে ঘুম থেকে জাগিয়েছিল যে তরুণ ক্ষুদিরাম, এদিন তাঁর আত্মবলিদান দিবসে তাঁকে বিনম্র শ্রদ্ধা জানালো রামপুরহাটের একটি ফ্রি কোচিং সেন্টার। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের মধ্য দিয়ে এই শ্রদ্ধা জানানো হয়। শহীদ ক্ষুদিরাম বসুর ১১৪ তম আত্মৎসর্গ দিবস পালন মুরারইয়ে বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৪ তম আত্মৎসর্গ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল মুরারইয়ে। মুরারইয়ের বিভিন্ন এলাকার ছাত্র সংগঠন এআইডিএসও এবং যুব সংগঠন এআইডিওয়াইয়ের উদ্যোগে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মৎসর্গ দিনটি যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করা হলো। আড্ডা প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা সিউড়ী এক নম্বর ব্লকের অন্তর্গত মল্লিকপুর অঞ্চলের আড্ডা প্রাথমিক বিদ্যালয়ে পালন করা হলো শহীদ ক্ষুদিরাম বসুর ১১৪ তম আত্মবলিদান দিবস। করোনাকালে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে এই দিনটি পালন করলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। দিনটি পালন করার জন্য এদিন স্কুলে ছোট্ট করে অনুষ্ঠানের আয়োজন করা থাকলেও সেখানে পড়ুয়াদের ডাকা হয়নি তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে। শিক্ষক-শিক্ষিকারাই এদিন ক্ষুদিরাম বসুর ছবিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান।