Durga Puja Carnival: কার্নিভালের আগে রংবেরঙের আলপনায় সেজে উঠেছে শহর

Last Updated:
কলকাতার গণ্ডি ছাড়িয়ে দুর্গাপুজোর কার্নিভাল এবার মেদিনীপুর শহরেও। তার আগের রঙিন আলপনায় রেঙে উঠল রাজপথ।
1/6
রাজপথ আজ বাহারি আলপনায় রঙিন। বাড়ির চৌকাঠ ছাড়িয়ে মেদিনীপুর শহরের রাস্তা সেজে উঠেছে বাহারি আলপনায়।
রাজপথ আজ বাহারি আলপনায় রঙিন। বাড়ির চৌকাঠ ছাড়িয়ে মেদিনীপুর শহরের রাস্তা সেজে উঠেছে বাহারি আলপনায়।
advertisement
2/6
শুক্রবার কলকাতার রেড রোডে আয়োজিত হবে দুর্গাপুজোর কার্নিভাল। তবে এবার মেদিনীপুর শহরেও পুজো কার্নিভাল আয়োজিত হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার পুজোগুলিকে নিয়ে। তার আগে রঙিন আলপনায় রাঙিয়ে তোলা হয়েছে শহরের রাজপথকে।
শুক্রবার কলকাতার রেড রোডে আয়োজিত হবে দুর্গাপুজোর কার্নিভাল। তবে এবার মেদিনীপুর শহরেও পুজো কার্নিভাল আয়োজিত হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার পুজোগুলিকে নিয়ে। তার আগে রঙিন আলপনায় রাঙিয়ে তোলা হয়েছে শহরের রাজপথকে।
advertisement
3/6
যে পথে কার্নিভাল হবে শহরের পিচের রাস্তায় নানান ডিজাইন ফুটিয়ে তুলেছে মেদিনীপুর আর্ট একাডেমির ছাত্রছাত্রীরা।
যে পথে কার্নিভাল হবে শহরের পিচের রাস্তায় নানান ডিজাইন ফুটিয়ে তুলেছে মেদিনীপুর আর্ট একাডেমির ছাত্রছাত্রীরা।
advertisement
4/6
বদলাচ্ছে রুচি, বদলাচ্ছে মানসিকতা। নান্দনিক সৃষ্টি ও সৃজনশীল ভাবনায় মজেছে শহর। কার্নিভালের প্রস্তুতিতে শহরের রাস্তায় ডিজাইন নজর কাড়বে সকলের।
বদলাচ্ছে রুচি, বদলাচ্ছে মানসিকতা। নান্দনিক সৃষ্টি ও সৃজনশীল ভাবনায় মজেছে শহর। কার্নিভালের প্রস্তুতিতে শহরের রাস্তায় ডিজাইন নজর কাড়বে সকলের।
advertisement
5/6
দিনে রাত এক করে একাধিক শিল্পী ফুটিয়ে তুলেছেন নান্দনিক ভাবনাকে। শহরের বহু মৃন্ময়ী প্রতিমা ও বহু গুণীজনের পদধূলিতে সমৃদ্ধ হবে শিল্পীর শিল্পভাবনা।
দিনে রাত এক করে একাধিক শিল্পী ফুটিয়ে তুলেছেন নান্দনিক ভাবনাকে। শহরের বহু মৃন্ময়ী প্রতিমা ও বহু গুণীজনের পদধূলিতে সমৃদ্ধ হবে শিল্পীর শিল্পভাবনা।
advertisement
6/6
এর আগে হাওড়া ব্রিজ আল্পনায়, নানান ছবিতে আলাদাই রূপ পেয়েছে। তবে এবার জেলা শহরেও এই ভাবনায় মোহিত সকলে।
এর আগে হাওড়া ব্রিজ আল্পনায়, নানান ছবিতে আলাদাই রূপ পেয়েছে। তবে এবার জেলা শহরেও এই ভাবনায় মোহিত সকলে।
advertisement
advertisement
advertisement