advertisement

Howrah News: মৎসজীবীদের অসচেতনতার জেরে বিলুপ্তির পথে গাঙ্গেয় শুশুক! ডলফিন বাঁচাতে ময়দানে মহিলা কাবাডি দল

Last Updated:
Howrah News: হাওড়া জেলার জাতীয় প্রাকৃতিক ঐতিহ্য ভারতের জাতীয় জলজ প্রাণী গাঙ্গেয় শুশুক বা মহাসাগরীয় ডলফিন বাঁচানোর বার্তা দিতে মহিলাদের কাবাডি প্রতিযোগিতার আয়োজন। হাওড়ার আমতায় খেলার মাঠে সচেতনতার বার্তা।
1/5
শুশুক বাঁচাতে বিশেষ উদ্যোগ হাওড়ায়। হাওড়া জেলার জাতীয় প্রাকৃতিক ঐতিহ্য ভারতের জাতীয় জলজ প্রাণী গাঙ্গেয় শুশুক বা মহাসাগরীয় ডলফিন বাঁচানোর বার্তা দিয়ে মহিলাদের কাবাডি প্রতিযোগিতা হাওড়ায়। আমতার গাজীপুর গ্রামে গাজীপুর পঞ্চানন সংঘের উদ্যোগে আয়োজিত হয় এই কাবাডি প্রতিযোগিতা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
শুশুক বাঁচাতে বিশেষ উদ্যোগ হাওড়ায়। হাওড়া জেলার জাতীয় প্রাকৃতিক ঐতিহ্য ভারতের জাতীয় জলজ প্রাণী গাঙ্গেয় শুশুক বা মহাসাগরীয় ডলফিন বাঁচানোর বার্তা দিয়ে মহিলাদের কাবাডি প্রতিযোগিতা হাওড়ায়। আমতার গাজীপুর গ্রামে গাজীপুর পঞ্চানন সংঘের উদ্যোগে আয়োজিত হয় এই কাবাডি প্রতিযোগিতা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
অতি বিপন্ন ভারতের জাতীয় জলজ প্রাণী গাঙ্গেয় শুশুক। হাওড়া জেলার রূপনারায়ণ, হুগলি ও দামোদর নদে দেখা মেলে এই গাঙ্গেয় শুশুক।
অতি বিপন্ন ভারতের জাতীয় জলজ প্রাণী গাঙ্গেয় শুশুক। হাওড়া জেলার রূপনারায়ণ, হুগলি ও দামোদর নদে দেখা মেলে এই গাঙ্গেয় শুশুক।
advertisement
3/5
বিভিন্ন সময় মৎসজীবীদের অসচেতনতা, তাদের মৎস্য শিকারের পদ্ধতিগত ত্রুটি, তাদের লাইলনের জাল ব্যবহার, তেল ও চর্বির চোরাচালানের জন্য মৃত্যুর মুখে পড়তে হচ্ছে শুশুকদের।
বিভিন্ন সময় মৎসজীবীদের অসচেতনতা, তাদের মৎস্য শিকারের পদ্ধতিগত ত্রুটি, তাদের লাইলনের জাল ব্যবহার, তেল ও চর্বির চোরাচালানের জন্য মৃত্যুর মুখে পড়তে হচ্ছে শুশুকদের।
advertisement
4/5
নদী দূষণ-সহ ইত্যাদি একাধিক কারণে এই গাঙ্গেয় শুশুক বর্তমানে বিপন্ন। তাই এই জলজ প্রাণীটিকে বাঁচানোর বার্তা দিতে, মানুষকে সচেতন করতে কাবাডির আসরকে বেছে নিয়েছে আমতার গাজীপুর পঞ্চানন সংঘ।
নদী দূষণ-সহ ইত্যাদি একাধিক কারণে এই গাঙ্গেয় শুশুক বর্তমানে বিপন্ন। তাই এই জলজ প্রাণীটিকে বাঁচানোর বার্তা দিতে, মানুষকে সচেতন করতে কাবাডির আসরকে বেছে নিয়েছে আমতার গাজীপুর পঞ্চানন সংঘ।
advertisement
5/5
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৮টি মহিলা কাবাডি টিমকে নিয়ে তারা বিগত বছরের ন্যায় এ বছরেও আয়োজন করেছে এই কাবাডি প্রতিযোগিতা। এই উদ্যোগে সহযোগিতা করতে এগিয়ে এসেছে হাওড়া বনবিভাগ, ডব্লু ডব্লু এফ এর সদস্যরা। এছাড়াও এগিয়ে এসেছে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৮টি মহিলা কাবাডি টিমকে নিয়ে তারা বিগত বছরের ন্যায় এ বছরেও আয়োজন করেছে এই কাবাডি প্রতিযোগিতা। এই উদ্যোগে সহযোগিতা করতে এগিয়ে এসেছে হাওড়া বনবিভাগ, ডব্লু ডব্লু এফ এর সদস্যরা। এছাড়াও এগিয়ে এসেছে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement