Howrah News: মৎসজীবীদের অসচেতনতার জেরে বিলুপ্তির পথে গাঙ্গেয় শুশুক! ডলফিন বাঁচাতে ময়দানে মহিলা কাবাডি দল
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Howrah News: হাওড়া জেলার জাতীয় প্রাকৃতিক ঐতিহ্য ভারতের জাতীয় জলজ প্রাণী গাঙ্গেয় শুশুক বা মহাসাগরীয় ডলফিন বাঁচানোর বার্তা দিতে মহিলাদের কাবাডি প্রতিযোগিতার আয়োজন। হাওড়ার আমতায় খেলার মাঠে সচেতনতার বার্তা।
শুশুক বাঁচাতে বিশেষ উদ্যোগ হাওড়ায়। হাওড়া জেলার জাতীয় প্রাকৃতিক ঐতিহ্য ভারতের জাতীয় জলজ প্রাণী গাঙ্গেয় শুশুক বা মহাসাগরীয় ডলফিন বাঁচানোর বার্তা দিয়ে মহিলাদের কাবাডি প্রতিযোগিতা হাওড়ায়। আমতার গাজীপুর গ্রামে গাজীপুর পঞ্চানন সংঘের উদ্যোগে আয়োজিত হয় এই কাবাডি প্রতিযোগিতা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement
advertisement






