advertisement

Siliguri News : উত্তরবঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রা, পাহাড়-সমতলে ফের বদলাচ্ছে আবহাওয়ার মেজাজ

Last Updated:
উত্তরবঙ্গ জুড়ে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। কয়েকদিনের শীতের আমেজ কাটিয়ে আবারও উষ্ণতার দিকে ঝুঁকছে আবহাওয়া। সমতল থেকে পাহাড়—সব জেলাতেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি কিংবা কিছুটা ঊর্ধ্বমুখী বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
1/5
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : উত্তরবঙ্গ জুড়ে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। কয়েকদিনের শীতের আমেজ কাটিয়ে আবারও উষ্ণতার দিকে ঝুঁকছে আবহাওয়া। সমতল থেকে পাহাড়—সব জেলাতেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি কিংবা কিছুটা ঊর্ধ্বমুখী বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : উত্তরবঙ্গ জুড়ে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। কয়েকদিনের শীতের আমেজ কাটিয়ে আবারও উষ্ণতার দিকে ঝুঁকছে আবহাওয়া। সমতল থেকে পাহাড়—সব জেলাতেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি কিংবা কিছুটা ঊর্ধ্বমুখী বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
advertisement
2/5
মালদহে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা যথাক্রমে ২৬.৮ ও ২৫.৫ ডিগ্রি। আলিপুরদুয়ারে তাপমাত্রা দাঁড়িয়েছে ২৬ ডিগ্রিতে, যা শীতের তুলনায় খানিকটা বেশি বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
মালদহে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা যথাক্রমে ২৬.৮ ও ২৫.৫ ডিগ্রি। আলিপুরদুয়ারে তাপমাত্রা দাঁড়িয়েছে ২৬ ডিগ্রিতে, যা শীতের তুলনায় খানিকটা বেশি বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
অন্যদিকে কোচবিহারে তাপমাত্রা পৌঁছেছে ২৭.৫ ডিগ্রিতে। জলপাইগুড়িতে পারদ আরও চড়ে হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা কার্যত গরমের আগাম ইঙ্গিত দিচ্ছে। শিলিগুড়িতেও দিনের তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি থাকায় দুপুরের দিকে হালকা গরম অনুভূত হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
অন্যদিকে কোচবিহারে তাপমাত্রা পৌঁছেছে ২৭.৫ ডিগ্রিতে। জলপাইগুড়িতে পারদ আরও চড়ে হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা কার্যত গরমের আগাম ইঙ্গিত দিচ্ছে। শিলিগুড়িতেও দিনের তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি থাকায় দুপুরের দিকে হালকা গরম অনুভূত হচ্ছে সাধারণ মানুষের মধ্যে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
পাহাড়ি এলাকায় তুলনামূলকভাবে কিছুটা স্বস্তি বজায় রয়েছে। দার্জিলিংয়ে দিনের তাপমাত্রা ১৫ ডিগ্রি এবং কালিম্পংয়ে ২০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও দিনের বেলায় রোদের তেজ বাড়ছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
পাহাড়ি এলাকায় তুলনামূলকভাবে কিছুটা স্বস্তি বজায় রয়েছে। দার্জিলিংয়ে দিনের তাপমাত্রা ১৫ ডিগ্রি এবং কালিম্পংয়ে ২০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও দিনের বেলায় রোদের তেজ বাড়ছে বলে জানাচ্ছেন স্থানীয়রা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
আবহাওয়া দফতরের মতে, আপাতত উত্তরবঙ্গে বড় কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়ার মধ্যেই আগামী কয়েকদিন তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। ফলে শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
আবহাওয়া দফতরের মতে, আপাতত উত্তরবঙ্গে বড় কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়ার মধ্যেই আগামী কয়েকদিন তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। ফলে শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement